নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটনের উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা যুব শ্রমিক ।
রবিবার ( ২১ অক্টোবর ) দুপুরে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা ।
স্মারকলিপিতে উল্লেখ করেন, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন তার নিজ এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূল কমিটিতে থেকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সভা-সমাবেশ ও প্রচারনা চালায়, যার কারনে পশ্চিম দেওভোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীগণ তার উপর ক্ষীপ্ত হয়ে গত ১৫/১০/১৮ ইং তারিখ দুপুর ২ টার সময়ে সদর উপজেলাধীন দেওভোগ মাদ্রাসা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাসান পিতা মৃত মোঃ ইয়াসিন সহ বোতলা, মোঃ তুহিন, দেলোয়ার, শান্ত সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক যখম করে এবং মাথায় আঘাত করে । পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় । এ সময় তার মাথায় চল্লিশটি সেলাই দেয়া হয় ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং -৪০ ( ১৬/ ১০/ ১৮ ) ইং ধারা ৩৪১/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ দঃ বিঃ রুজু করা হয় ।
আসামিগণ মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে এবং পূণরায় বাদীর উপর হামলার পরিকল্পনা করছে বলে তারা স্মারকলিপিতে উল্লেখ করেন । আমরা নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । উক্ত আসামিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি । অন্যথায় আমরা বাংলার শ্রমজীবী সকল মুজিব আদর্শের সৈনিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব ।
উপস্থিত ছিলেন, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল হক আরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেনসহ নেতৃবৃন্দ ।