নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ২৮শে অক্টোবর ঘটনায় গুরুতর আহত বিএনপির কর্মী মো. ইব্রাহিমকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বুধবার ( ১০ এপ্রিল ) দুপুরে হাজীগঞ্জে বাসভবনে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় ইব্রাহীমের শারীরিক খোঁজ খবর নেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এসময়ে তিনি ইব্রাহীমের হাতে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরে এলাহী সোহাগ, মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মো. সেলিম, খোকন, রবিউল, ফেরদৌস প্রমুখ।