নারায়ণগঞ্জের কন্ঠ:
গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বোনাস, চিকিৎসাভাতা ও পেনশন পুনঃস্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভার আয়োজন করেছেন গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতি নারায়ণগঞ্জ জোন কমিটি।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কক্ষে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা।
সংবাদ সম্মেলনে এ সময় তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পনকারী গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের উৎসব বোনাস, মাসিক চিকিৎসা ভাতা ও পেনশন পুণঃস্থাপন এর দাবী জানান। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের ১৬ মে মোতাবেক সরকারী, আধা সরকারী চাকরী জীবনে দূর্বীষহ অবসরকালীন জীবনের কষ্ট লাঘবের জন্য বাৎসরিক উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদানের সিদ্ধান্ত ২০০৪ সালের ১লা জুলাই নিজ নিজ প্রতিষ্ঠান হতে প্রদানের জন্য প্রজ্ঞাপন জারী করে। সে মোতাবেক ১০০ ভাগ পেনশন সমর্পনকারী কর্মচারীদের ১৫ বছর পর থেকে মাসিকস পেনশন পুনঃস্থাপনের প্রজ্ঞাপনে ১লা জুলাই ২০১৭ থেকে বকেয়া সহ প্রদানের জন্য নির্দেশনা দেন। যার মাধ্যমে অবসরপ্রাপ্ত চাকরীজীবীগণ এ অবসরকালীন সময়ে আর্থিক ভিত্তি সুদৃঢ় করা সহ সামাজিক নিরাপত্তা বিধানে বিরাট সহায়ক হয়েছে। তাই আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে কৃতজ্ঞ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের নোবেল জয়ী ও লাভজনক প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অসহায় পরিবার আজ সরকারের প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা এ বিষয়ে সরকার ও গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের বিষয়গুলো বিবেচনায় এনে জরুরী ভিত্তিতে সুব্যবস্থা গ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সামসুল আরেফিন, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মোঃ নেছার উদ্দিন, মাহবুবুর রহমান, জেলার সভাপতি মাহফুজ খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জহির আহম্মেদ, আওলাদ হোসেন, তাজুল ইসলাম, এড. আতিকুর রহমান, নাসিমা বেগম, এনামুল হাকিম সহ প্রমুখ।