নারায়ণগঞ্জের কন্ঠ:
ফতুল্লা সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে ৭৫০০ পিছ ইয়াবাসহ ধরা পড়া সেই মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত । একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা যা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ।
বুধবার ( ১০ জুলাই ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন ।
সাজাপ্রাপ্ত আসামি মোরসেদ আলম ওরফে মোরসেদুল হক ওরফে গেঞ্জু ( ৩২ ) কক্সবাজার জেলার রামু উপজেলা উত্তর মিঠাছড়ি ইউনিয়নের মৃত সিরাজুল হকের ছেলে ।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি ) এড. কে এম ফজলুর রহমান রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট ৭৫০০ পিছ ইয়াবাসহ আসামিকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন । এই মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন ।