নারায়ণগঞ্জের কন্ঠ : ” বাল্য বিয়ে প্রতিরোধে আওয়াজ তোল তালে তালে, থাকলে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত ” এ শ্লোগানে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ৯ অক্টোবর ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা এগারোটায় হতে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরোজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা পরিষদের সদস্য এড. নুর জাহান বেগম, নাসিক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা প্রোগাম অফিসার ফাতেমা ফেরদৌস, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিসতি, জেলা ব্র্যাক প্রতিনিধি হাসান ওয়াইজ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ রেজাউল বারী বলেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে । কাউকে নারী বা কাউকে পুরুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন । ছেলে ও মেয়ে সবার সমান অধিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নারীর ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে । আর বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে । তিনি আরো বলেন, কন্যা বা ছেলে শিশু হোক তাদের সুরক্ষা দিতে হবে তাদের মা বাবাকে । আমাদের দেশের পরিবারের মাতৃ প্রধান হলো মা । তাই শিশুদের সুরক্ষায় বাবার চেয়ে মায়ের গুরুত্ব অপরিসীম ।