নারায়ণগঞ্জের কন্ঠ:
চেক ডিস্অনার মামলা থেকে বাঁচতে জাল দলিল ও জাল স্বাক্ষর সম্বলিত ভূয়া কাগজপত্র দাখিলের অভিযোগ প্রমানিত হওয়ায় জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগরকে। বৃহস্পতিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফতাবউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার বাদী এড. কাজী রুবায়েত হাসান সায়েম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নারায়ণগঞ্জ কোর্টের আইনজীবী এড. কাজী রুবায়েত হাসান সায়েমের কাছ থেকে জমি কিনে দেওয়ার জন্য ২৫ লক্ষ টাকা নেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর। এই টাকার বিপরীতে ২৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন সায়েমকে। নির্দিষ্ট সময়ের পরেও জমি কিনে দিতে না পারলে সায়েম আলী আজগরের কাছ থেকে তার টাকা ফেরত চান কিন্তু আলী আজগর টাকা না দিয়ে সায়েমকে নানাভাবে হয়রানী করতে থাকে। বাধ্য হয়ে সায়েম আলী আজগরের বিরুদ্ধে চেক ডিস্অনার মামলা দায়ের করেন। মামলা নং-১০৩১/১৮। পরবর্তীতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বদলি হয়ে আসে। এবার মামলা নাম্বার হয় ৫১৬/১৯। এই মামলার শুনানীতে জাল দলিল ও জাল স্বাক্ষর সম্বলিত ১০ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধের নথি আদালতে জমা দেন আলী আজগর। এবার জাল দলিল ও জাল স্বাক্ষরের কারনে আজগরের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করেন এড. সায়েম। পিটিশন মামলা নং ২৮৬/১৯।
জাল জালিয়াতি মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে। পিবিআই তদন্তে ঘটনার সত্যতা পায় এবং আলী আসগরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফতাবউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।