নারায়ণগঞ্জের কন্ঠ:
জেলার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ নভেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড. হোসেন আরা বাবলী, জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমান , সিভিল সার্জন ডা. এহসানুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সেলিম রেজা, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী , জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, বিকেএমইএ সাবেক সহ-সভাপতি ( অর্থ ) জিএম ফারুক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন প্রমুখ।
সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে এবং নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত রাখার কথা বলা হয় এবং রাতে নদীতে বাল্ক হেড চলাচল বন্ধ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়।