নারায়ণগঞ্জের কন্ঠ:
জেলার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১০ ফেব্রুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সেলিম রেজা, ডেপুটি জেলার তানিয়া আক্তার, নারায়ণগঞ্জ ৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, বিকেএমইএর সাবেক সহ সভাপতি জিএম ফারুক,
বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম , সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস , রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক লায়ন্স মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ প্রমুখ।
সভায় আলোচনায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ভূয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিক গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবং রাতে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বল্ডগেট যাতে চলাচল না করে তার জন্য বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।