নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডাকাতি মামলা নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুর জামিন মঞ্জুর করেছে আদালত ।
সোমবার ( ১৩ মে ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন । সেশন মামলা নং ১৪০/১৮ । সদর মডেল থানা মামলা নং ১০(৭)১৩ ।
আসামি পক্ষের আইনজীবীদের হলেন, এড. খোকন সাহা, এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. আব্দুল বারী ভূঁইয়া প্রমুখ ।
প্রসঙ্গত, গত মাসের (১৮ এপ্রিল) সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিসবাবু পাইকপাড়া শাহসুজা রোডের মৃত আ.গফুর মিয়ার ছেলে। বন্দরের মদনগঞ্জ উত্তর পাড়ার রেললাইন দক্ষিণ কলাবাগ (বারেক সাহেব এর বাড়ির ভাড়াটিয়া) মো.কাউসার ডিশবাবুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা (মামলা নং-৩২) দায়ের করেন ।
এরপর ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে ডিসবাবুর বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করেন দুই ক্যাবল অপারেটর ব্যবসায়ী। আর গত ( ২৮ এপ্রিল ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আব্দুল করিম বাবুর নামে আরোও একটি মামলা দায়ের করা হয় ।