নারায়ণগঞ্জের কন্ঠ:
রূপগঞ্জ উপজেলা থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো- ব্রাহ্মনবাড়িয়া জেলার দক্ষিণ পইরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (৩২),ফরিদপুরের ভবানীপুর এলাকার মামুনের ছেলে শাহীন (২০) ও ময়মনসিংহয়ের গৌরিপুর উপজেলার সুরুজ আলীর ছেলে সুজন (২৪)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য নিশ্চিত করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির।
আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ মে) বিকেলে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি রয়েল পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব ১৪-৮৯৬৫) তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে বাসটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , বি -বাড়িয়া থেকে বাসে করে শিউলী আক্তার (৩২) নামে এক নারীর কাছে গাঁজা সরবরাহের জন্য আসছিলো তারা। দীর্ঘদিন ধরেই ঐ নারীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহের কারবারী চালিয়ে আসছিলো। শিউলী সোনারগাঁও থানার কুতুবপুর এলাকার বাসিন্দা। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।