নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দর থানার চাঁদাবাজি মামলায় নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ডিসবাবুর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত রিমান্ড নামঞ্জুর করে ডিসবাবুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিসবাবু পাইকপাড়া শাহসুজা রোডের মৃত আ.গফুর মিয়ার ছেলে। বন্দরের মদনগঞ্জ উত্তর পাড়ার রেললাইন দক্ষিণ কলাবাগ (বারেক সাহেব এর বাড়ির ভাড়াটিয়া) মো.কাউসার ডিশবাবুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা (মামলা নং-৩২) দায়ের করেন ।
ওইদিনই ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত মঙ্গলবার শুনানির তারিখ নির্ধারণ করে কারাগারে পাঠায়।এরপর ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে ডিসবাবুর বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করেন দুই ক্যাবল অপারেটর ব্যবসায়ী।