নারায়ণগঞ্জের কন্ঠ:
আবারও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাহসীতার জন্য পুরুষ্কার পেলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ ।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর ) ঢাকা রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজির হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম এর কাছ থেকে রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা( সাব-ইন্সপেক্টর) হিসেবে পুরষ্কার গ্রহণ করেন আবুল কালাম আজাদ ।
উল্লেখ্য, ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ( সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত হয় আবুল কালাম আজাদ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ক্লু-লেস মার্ডার মামলা তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী গ্রেফতার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি ও অর্জন করেন ।
উপপরিদর্শক আবুল কালাম আজাদ এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আরোও ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম ( বার ) । সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার) মহোদয় ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার মহোদয়গণ।