নারায়ণগঞ্জের কন্ঠ : করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার ( ১১ মে) সকালে আড়াইহাজার থানা ছাত্রদল নেতা ইমদাদুল হক মিলনের উদ্যোগে উচিৎপুরা ইউনিয়নের দাসিরদা গ্রামের অসহায় কৃষক মো. জহুরুদ্দীনের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রায় ৩০ জন যুবদল ও ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ধান কাটা ও মাড়াইয়ের কাজে অংশ নেন।
আড়াইহাজার থানা ছাত্রদল নেতা ইমদাদুল হক মিলন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আড়াইহাজার বিএনপির অভিভাবক নজরুল ইসলাম আজাদের তত্ত্বাবধানে অসহায় কৃষকের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়া কার্যক্রম হাতে নিয়েছি । পর্যায়ক্রমে প্রতিটি অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে।
এতে খুশি হয়ে কৃষক মো. জহুরুদ্দীন বলেন, আমি গরিব মানুষ। কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। এমন সময় বিএনপির নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
ধানকাটায় অংশ নেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুবদল নেতা
মোঃ হাবিব, ব্রাম্মনদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব ভূইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল নেতা মোতাহার হোসেন রাফেল, এমদাদুল হক মিলন, তুহিন, মাহাবুব, রমজান,
ফয়সাল, সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রদলনেতা মঞ্জুরুল হক কাকন, সেচ্ছাসেবক দল নেতা দীন মোহাম্মদ, মো. বশির প্রমুখ ।