নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপি’র চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সোনারগাঁও কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হকের তত্ত্বাবধানে মহামারির সময়ে বিএনপির মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে হতদরিদ্র দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ( ১৯মে ) সন্ধ্যায় কাঁচপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযােগিতায় কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র দুঃস্থ অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় । এবং হতদরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীরা ঈদ সামগ্রী পৌঁছে দেন ।
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, হাজী মজিদ খান, মোশারফ হোসেন, মোমেন খান, নজরুল মেম্বার, হযরত আলী, জিয়াউল, মহিউদ্দিন, রুবেল, রনি, সাইফুল, নিপুণ খান, রাসেলসহ এলাকার মুরুব্বিগণ ।
নেতাকর্মীরা বলেন, সরকারি ত্রাণের অব্যবস্থাপনার কারণে অসহায়দের মাঝে সঠিকভাবে বণ্টন হচ্ছে না । আমরা দাবি জানাচ্ছি এই মহামারীর সময় সরকারের ত্রাণ প্রশাসনিক তত্ত্বাবধানে দেয়া হোক। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিএনপির নেতাকর্মীরা মানবিক সহায়তা করছে । এতো রাজনৈতিক অর্থনৈতিক প্রতিকূলতার পরেও আমাদের ধারাবাহিক মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কারন বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের দল । দেশের কান্তিলগ্নে সব সময়ই বিএনপি নেতাকর্মীরা এদেশের অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ।