নারায়ণগঞ্জের কন্ঠ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে দুই বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে আড়াইহাজারের ঢাকা সিলেট মহাসড়কে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আড়াইহাজার ছাত্রটদল নেতা সুমন, রানা আরশাফ, নাজমুল ইসলাম রনি, জহির মোল্লা, বাকির মোল্লা, আবু নাইম, তুহিন, সুমন মিয়া, রাসেল, আড়াইহাজার পৌরসভার আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতারু সানি, গোপালাদী পৌরসভার আবুল বাশার সুমন, আড়াই হাজার সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামসহ থানার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।