en
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১লা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

দলকে ঐক্যবদ্ধ রাখা আমাদের ঈমানী দায়িত্ব: এড. সাখাওয়াত

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
এপ্রিল ৫, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
PicsArt 04 05 08.47.50

নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা সচেষ্ট হলে সরকারি দলের বিভিন্ন এমপি মন্ত্রী এবং সরকারি প্রশাসনের ইন্ধনে বিএনপিকে দ্বিখণ্ডিত দেখানোর জন্য বিএনপি’র মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোক নানাভাবে পায়তারা করছে। তারা বিএনপিকে খন্ডিত করার জন্য এবং বিএনপি যাতে কোন কমিটি গঠন না করতে পারে এবং আগামীতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম যাতে সফল হতে না পারে তার জন্য এবং দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন মহানগর বিএনপি কমিটি গঠন করার পর তারা কয়েকজন পদত্যাগ করেছিলেন। কয়েকদিন পূর্বে তাদের মধ্যে দুজনের পদত্যাগ পত্র কেন্দ্রীয় বিএনপি’র কাছে গৃহীত হয়েছে। তা করার একটি কারণ। আপনারা দেখেছেন ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কিছু লোকের ইন্ধনে বিএনপিকে হারিয়ে দেওয়া হয়েছিল। সেই লোকেরা আবারো সরকারি দলের সাথে আঁতাত করে বিএনপিকে কুক্ষিগত করে রাখতে চায়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন ২৪নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বুধবার ( ৫ এপ্রিল ) বিকেল চারটায় বন্দর নাসিক ২৪নং ওয়ার্ডস্থ দাসেরগাঁও জোনাকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আমাদের এই কমিটি দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করা আমাদের ঈমানী দায়িত্ব। আমাদের বুকের শেষ রক্ত দিয়ে হলে মহানগর বিএনপিকে আমরা সুসংগঠিত করে তুলবো। একটি গণতান্ত্রিক ও শক্তিশালী সংগঠন হিসাবে মহানগর বিএনপিকে গড়ে তুলবো। যাতে করে সারা বাংলাদেশের মধ্যে মহানগর বিএনপি একটি মডেল হিসাবে পরিচিতি লাভ করতে পারে।

আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনের সবাইকে রাজপথে থাকতে হবে। সে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্রীয় বিএনপি থেকে একের পর এক কর্মসূচির পাশাপাশি ১০দফা ঘোষণা করা হয়েছে। সেই দশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলনের সভায় রাজপথে থাকবেন ইনশাল্লাহ। এই সরকারকে পদত্যাগের মাধ্যমে বিএনপি তথা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, যারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে তাদেরকে নিয়ে আমরা ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করব। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ড থানা ইউনিয়ন পর্যায়ে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। বন্দর ২৪ নং ওয়ার্ড বিএনপি যে কমিটি হবে আগামীতে জনগণের ভোটার অধিকার আন্দোলন সংগ্রামে যাতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সেই নেতৃত্বকে আমরা বাছাই করে নিয়েছি। আমরা বিশ্বাস করি আগামীতে এই ওয়ার্ডে বিএনপির আরো শক্তিশালী হয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এটাই আমরা আশা করি ।

সম্মেলন শেষে মাসুদ রানাকে সভাপতি ও হাজী জাবেদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আবদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাজী জাবেদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন,শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, কাজী জিয়াউল হাসান নাঈম, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন প্রমুখ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 10 15 09.09.51

নেত্রীর মুক্তি সহ দেশের সার্বভৌমত্ব রক্ষাই তাদের আত্মা শান্তি-এটিএম কামাল

PicsArt 01 07 08.55.11

ফতুল্লায় দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১

PicsArt 02 01 10.21.54

কমান্ডার গোপিনাথের রোগ মুক্তি কামনায় কালী মন্দিরে প্রার্থনা

FB IMG 1629475229335

ভিপি রাজিবের পিতা আর নেই, দোয়া চেয়েছেন পরিবার

PicsArt 10 09 10.56.35

সভাপতি ইউসুফ- সেক্রেটারি জুয়েল আড়াইহাজার বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

PicsArt 01 24 05.18.36

রাজনৈতিক মামলায় আদালতে সাখাওয়াত রাজিব রনি

PicsArt 05 13 10.43.39

যুবদল নেতা জুয়েলকে গ্ৰেফতারে ইমনের নিন্দা ও প্রতিবাদ

PicsArt 12 17 03.07.39

সাবেক সাংসদ এড. আবুল কালাম গুরুতর অসুস্থ

PicsArt 06 13 12.57.32

জেলা বিএনপির সম্মেলন, সভাপতি পদে গিয়াসউদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

PicsArt 09 28 08.30.28

প্রধানমন্ত্রীর জন্মদিনে নারায়ণগঞ্জ পূজা পরিষদের বিশেষ প্রার্থনা