নারায়ণগঞ্জের কন্ঠ:
শ্রী শ্রী দূর্গারচণ নাগ মহাশয়ের ১৭৩তম শুভ জম্মোৎসব উপলক্ষে শ্রী শ্রী দূর্গারচণ নাগ মহাশয়ের জীবন ও দর্শন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ( ২৫ আগষ্ট ) সন্ধ্যায় পশ্চিম দেওভোগ নাগবাড়ি সাধু নাগ মহাশয় আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি সরোজ কুমার সাহার কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারাপদ আশ্চর্য্যর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পর্নাত্মা নন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহা, হিন্দু কল্যাণ ট্রস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথনন্দ মহারাজ, কেন্দ্রীয় পূজা জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা কমিটির সভাপতি অরুন কুমার দাশ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল প্রমুখ ।
সভায় বক্তব্যে অতিথিবৃন্দরা শ্রী শ্রী দূর্গারচণ নাগ মহাশয়ের জীবন ও দর্শন বিষয় নিয়ে আলোচনা করেন ।
এর আগে সকালে শ্রী শ্রী দূর্গারচণ নাগ মহাশয়ের ১৭৩তম শুভ জম্মোৎসব উপলক্ষে প্রসাদ বিতরণ , রামায়ণ গান ও শিশু কিশোরদের দিয়ে ছড়া, কবির আবৃত্তি এবং ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয় ।