নারায়ণগঞ্জের কন্ঠ : দেশে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
রোববার ( ২০ মার্চ) মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোড আশপাশে জড়ো হতে থাকে। পরে দুপুর বারোটায় দিকে ব্যানার ফেস্টুন নিয়ে সুসংগঠিত হয়ে যুবদলের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল সহকারে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও হাসপাতাল রোডে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। যার কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারন মানুষ এখন অতিকষ্টে জীবন যাপন করছে। এ সময় এই সরকারকে দ্রুত পদত্যাগ করে সুষ্ঠ, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহবান জানান যুবদল নেতারা। একই সাথে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রনসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবী জানান তারা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসিলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, নূরে এলাহী সোহাগ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, পারভেজ খান, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী ইমরান শামীম, সদস্য মোতালেব হোসেন, নবী হোসেন নবু, দুলাল হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্ত, শাহিন খান, কামরুল হাসান রনি, তারেক সুবহান বাবু, জহিরুল ইসলাম হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল-আমিন প্রধান, সদস্য সাইফুল ইসলাম আপন, রিয়াজুল আলম ইমন, হাবিবুর রহমান মাসুদ, যুুুুবদল নেতা নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, এলিন, আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।