নারায়ণগঞ্জের কন্ঠ:
নগরীর চাষাড়ায় গণপিটুনীতে আল আমিন (২৫) নামে এক ছিনতাইকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় নগরীতে ছিনতাই করার সময় এ ঘটনা ঘটে। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনীর খাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩’শ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আল আমিন খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে।
জানা যায়, নিহত আল আমিন একজন মাদকাসক্ত ও চিহ্নিত ছিনতাইকারী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছিনতায়ের অভিযোগ রয়েছে। মূলত নেশার টাকার যোগার করার জন্য সে চুরি, ছিনতাই করেন। আজও নেশার টাকা যোগার করার জন্য ছিনতাই করতে যায়। কিন্তু ছিনতাই করার সময় সে ধরা পরে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সকালে ছিনতাই করার সময় আল আমিন নামে একজন ধরা পরেন এবং আশেপাশের মানুষের গণপিটুনীর শিকার হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যায় নিয়ে গেসে সেখানে সে মারা যায়।