নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা তাদের চুড়ান্ত মনোনয়নের চিঠি জেলা রিটানিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে জমা দিয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কক্ষে তারা তাদের দলীয় মনোনয়নের চুড়ান্ত চিঠি জমা দেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান মনির নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নের চুড়ান্ত চিঠি রিটানিং কর্মকর্তার কাছে জমা দেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জেলা প্রশাসকের কক্ষে রিটানিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের চিঠি জমা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি লুৎফর রহমান আবদু, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদসহ নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়নের চিঠি জেলা রিটানিং কর্মকর্তার কাছে জমা দেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি রিয়াজুল উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, হুমায়ূণ কবির, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম প্রমুখ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাশেমী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন প্রমুখ ।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরামের পক্ষে মনোনয়নের চিঠি জেলা রিটানিং কর্মকর্তার কাছে জমা দেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় প্রধাণ সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ইকবাল কবির, জেলা গণফোরামের দেলোয়ার হোসেন চুন্নু, মহানগর বিএনপির সহ সভাপতি এড. সরকার হুমায়ূণ কবির, মাহাবুবুর রহমান মাহবুব, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির প্রমুখ ।