নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের সব কয়টিতে বিপুল ভোটে বেসরকারীভাবে বিজয় পেয়েছেন মহাজোট প্রার্থীরা।
নারায়ণগঞ্জ- ১ আসনে আওয়ামীলীগ প্রার্থী গাজী গোলাম দস্তগীর নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৮ শত ৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির পেয়েছেন ২১ হাজার ৪ শত ৮২ ভোট।
নারায়ণগঞ্জ ২ আসনে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকে নজরুল ইসলাম বাবু ২ লাখ ৩ হাজার ৬ শত ৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১ শত ৫২ ভোট।
নারায়ণগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে লৈাখ ৯৭ হাজার ৭ শত ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট।
নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামীলীগ প্রার্থী একে এম শামীম ওসমান ৩ লাখ ৭৭ হাজার ৮শত ৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধি ধানের শীষ প্রিতীকে মনির হোসেন কাশেমী পেয়েছেন ৭৭ হাজার ৩ শত ৯৭ ভোট।
নারায়ণগঞ্জ ৫ আসনে লাঙ্গল প্রতীকে এ কে এম সেলিম ওসমান ২ লাখ ৭৪ হাজার ৯শত ৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এসএম আকরাম ধানের শীষ প্রতীকে ৫১ হাজার ১ শত ৬১ ভোট পেয়েছেন।