নারায়ণগঞ্জের কন্ঠ: “মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গিকার, স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি ) এর অন্তর্ভূক্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা বিআরডিবি প্রশিক্ষন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তব্যে বক্তারা বলেন, একটি সমাজ পরিবর্তনের জন্য সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে সমবায় সমিতি করেছেন। তিনি কৃষকদের ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ডিপ মেশিনসহ সার, বীজ প্রদান করতেন। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার সমবায়দের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। সমবায়ের পক্ষ থেকে আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে কেন্দ্রীয় সমবায় সমিতি আরো অনেক এগিয়ে যাবে। আর্থ-সামাজিক ভাবে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই বিআরডিবি প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি হাজী মোহাম্মদ ইয়াছিন মিয়ার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ বিআরডিবি উপ-পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা ( সী:) নারায়ণগঞ্জের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি মো. নুর হোসেন,পরিচালক কাউন্সিলর মনোয়ারা বেগম,মো. আলাউদ্দিন বারী, নাজির হোসেন, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ( বিআরডিবি ) অসীম কুমার বাড়ৈ। তিনি সমিতির সার্বিক অবস্থা ও বার্ষিক আয়- ব্যয়ের হিসাব তুলে ধরেন।