নারায়ণগঞ্জের কন্ঠ:
নানা আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
শনিবার (১৭ মার্চ) সকালে শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন।
সকাল সাড়ে ৮ টায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন এহসানুল হক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পুস্পুস্তবক অর্পনের পর একটি র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেক কাটা, শিশু সমাবেশ ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃৃবৃন্দ।
পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো: বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা কমিটির সেক্রেটারী মাঈনুদ্দিন আহমেদ, মহানগরের সভাপতি কাজিমউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।