নারায়ণগঞ্জের কন্ঠ:
নিজের মেয়েকে বিয়ের সময় যেভাবে সাজাবেন, ঠিক একইভাবে নারায়ণগঞ্জকেও নতুন করে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী আলহাজ¦ এ কে এম শামীম ওসমান।
শুক্রবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে পথ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা করেন।
শামীম ওসমান বলেন, ‘আমি ভোট চাইতে আসি নাই আর ভোট চাইবো না। কারন আপনারা অনেক যোগ্য লোক। আমি আপনাদের জন্য যদি কাজ করি তাহলে আপনারা কি করবেন? আমি মনে করি আপনি যদি মেয়ে বিয়ে দেন তাহলে ভালো করে প্রথমে ছেলের খোঁজ খবর নিবেন। ছেলে কি করে, ভাল না মন্দ যাচাই করেন। আর আমার মা বোনেরা দোকানে স্বর্ণ কিনতে গেলে ঘষে ঘষে দেখেন তা ভালো কিনা মন্দ। ঠিক তেমনি ভাবে যাচাই করেই আপনারা সংসদ সদস্য নির্বাচিত করবেন।’
তিনি বিএনপিত জামায়তকে উদ্দেশ্যে করে আরও বলেন, ‘আমার তো মানুষ না, আমাদের রক্ত তো রক্ত না, আমাদের রক্ত তো নর্দমার ময়লা। ওরা শুধু মারবে। ওরা বোমা হামলায় আমাকে মারতে গিয়ে এই এলাকার ৩ টি মানুষ মারছে। এখন অঅবার ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
শামীম ওসমান ভোটারদের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশটা গড়ি। আমার কাছে এমপি খুব বড় কিছু না। আমার দাদা, বাবাসহ ৩ ভাই সবাই এমপি হয়েছি। আমি মনে করি রাজনীতি হইলো এবাদত। আর আমি যদি আপনাদের জন্য কাজ করে থাকি তাহলে আপনারা ঘরে ঘরে গিয়ে বলবেন আমাকে ভোট দেওয়ার জন্য। আমার আশা, আমি আমার মেয়েকে যখন বিয়ে দিবো তখন তাকে যেভাবে সাজাবে ঠিক একইভাবে আমি নারায়ণগঞ্জকে সাজাবো। এখানে বেষ্ট মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয় বানাবো।’
ফতুল্লা থানা আওয়ামীলীগে সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম শওকত আলী, দপ্তর সম্পাদক জাহিদুল হক খোকন, প্রচার সম্পাদক মোমেন সিকদার, মহানগর আওয়ামীলীগ নেতা ও নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আইয়ুব আলী, সাধারন সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি শরীফুল হক, সাধারন সম্পাদক এম এ মান্নান, কাশীপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক আবুল কালাম, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকা, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোক্তার হোসন, কাশীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রনি, কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল-আমিনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।