স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় চারজনকে খালাস দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। তবে জেসমিন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ।
এবিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রকিব উদ্দিন আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলায় চারজনকে খালাস পেয়েছেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। সে ঘটনায় পরে মানবপাচার আইনে মামলা হয়। আজ আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন।