নারায়ণগঞ্জের কন্ঠ: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াও এই শ্লোগানে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে দীপাবলি অনুষ্ঠান বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ পালিত।
বৃহস্পতিবার ( ৪ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্য নারায়ণ জিউর মন্দিরে এই কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য প্রদীপ দাস, পিন্টু রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, ঐক্য পরিষদ নেতা তপন ঘোষ, অরুণ দেবনাথ, কৃষ্ণ আচার্য, ১৮নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি সমীর দেবনাথ, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল, সহ-সভাপতি মন্তোষ হালদার, তরুনাম হালদার, গনেশ সাহা, বিকাশ সাহা, রতন সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস প্রমুখ।