নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী পাঠানো শুরু করেছে ।
শনিবার ( ২৯ ডিসেম্বর ) সকাল থেকে জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে এসব নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং অফিসার রাব্বী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। যথাসময়েই তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।’
দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দেখা গেছে, পাঁচটি সংসদীয় আসনের কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী উত্তোলন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারি, ব্যালট পেপার, ব্যালক বাক্সম অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
উল্লেখ্য না.গঞ্জের পাঁচটি আসনে ২০ লাখ ৪৫ হাজার ভোটার, সর্বমোট কেন্দ্রে ৭৪২টি। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে ।