সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ আলী খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কমিটিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল মহানগর বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের করার ফলে থানা ও ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি কমিটি আরও শক্তিশালী হবে। নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম রাজপথে আরো বেগবান হবে বলে আমরা আশা ব্যক্ত করছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে মহানগর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা।