নারায়ণগঞ্জের কন্ঠ: ডিসিদের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ-সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করেন সংগঠটির নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তরা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশার সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নেই। এ কারণেই সরকারের উন্নয়ন প্রকল্পের জেলা প্রশাসকদের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্খিত জটিলতা সৃষ্টি হবে। তাদের এই দায়িত্ব দিলে দির্ঘসূত্রয়িতা হবে। সরকার সঠিক তথ্য অবগত হতে পারবেন না। এই সিদ্ধান্ত আমরা তীব্র প্রতিবাদ জানাই। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারি জারীকৃত পত্রের মাধ্যেমে ডিসিগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যে আদেশ দিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এ সময় প্রকৌলীরা তাদের দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
নারায়ণগঞ্জ জেলার আইইবি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ বিদুৎ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশীদ, সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি মো. আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী এলজিইডি আবদুল্লাহ আল রাশেদী, সদর উপজেলা প্রকৌশলী সামছুন নাহার, আইইবি’র নারায়ণগঞ্জ চেয়ারম্যান মো জাহাঙ্গীর আলমসহ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ, গণপূর্ত, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা মানবন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।