নারায়ণগঞ্জের কন্ঠ :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ।
মঙ্গলবার ( ২৩ এপ্রিল ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন আহমেদের আদালতে হাজিরা দেন তিনি । মামলা নং ৫(১)১৫ ।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, বর্তমান অবৈধ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা দিয়েছেন । ঠিক তেমনিই একটি মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি । তিনি আরো বলেন, এইসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না । অচিরেই দুর্বল আন্দোলন গড়ে তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে সাথে এই অবৈধ সরকারেরও পতন ঘটাবো ।
আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এড. আবুল কালাম আজাদ, এড. শুক্কুর মাহমুদ ।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ আকবর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জুয়েল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, জেলা ছাত্রদল নেতা শরীফ মাহমুদ, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ ।