নারায়ণগঞ্জের কন্ঠ:
আড়াইহাজার থানার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৩৫ জন বিএনপির নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত ।
সোমবার ( ২৭ মে ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন । মামলা নং ২৮(৮)১৮ । এই মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন আজাদসহ নেতাকর্মীরা । এর আগে গত ( ২৬ মে ) রবিবার উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন আজাদসহ নেতাকর্মীরা ।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান আড়াইহাজার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৩৫ জন নেতা-কর্মী উচ্চ আদালতে জামিনে ছিলেন । গত ( ২৬ মে ) উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন আজাদসহ নেতাকর্মীরা । আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
অন্যান্য আসামিরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা মীর মেহেদী হাসান রানা, নজরুল ইসলাম রনি প্রমুখ ।