নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশের মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষের নূণ্যতম আইনগত অধিকার এখন আর নেই। যেমনিভাবে বিএনপি’র উদিয়মান নেতা নাসিরুদ্দিন পিন্টুকে বিনা দোষে জেলখানায় আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তেমনিভাবে আজ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হত্যার চক্রান্ত করছে। বিএনপি চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অবদ্ধ রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মরহুম নাসিরুদ্দিন পিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
বিএনপি’র সাবেক মন্ত্রী নাসিরুদ্দিন পিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৫ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় নাসিরুদ্দিন পিন্টু স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত আরো বলেন, বর্তমান সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন আর রাষ্ট্রের মালিক জনগন নেই। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এই স্বৈরাচারী সরকার। দেশের মানুষ ১৯৭১ সালে যে গনতন্ত্রের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, স্বাধীনতার সেই মূল্যবোধ আজ ভূলন্ঠিত হয়েছে। মানুষের হারিয়ে যাওয়া মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে আর এ জন্য আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।
নারায়ণগঞ্জ জেলা নাসিরুদ্দিন পিন্টু স্মৃতি সংসদের সভাপতি পারভেজে মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এলকে রনির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুম নাসিরুদ্দিন পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।