en
সোমবার , ১১ মে ২০২০ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

নিম্ন আয়ের ৩ শতাধিক মানুষের মাঝে শাহ্ ফয়েজের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মে ১১, ২০২০ ১:৪৭ অপরাহ্ণ
PicsArt 05 11 06.00.14

নারায়ণগঞ্জের কন্ঠ : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলার কারনে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ।

সোমবার ( ১১ মে ) বিকেল তিনটায় নাসিক ১৩নং ওয়ার্ডের শহরের গলাচিপা এলাকায় লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের হতদরিদ্র অসহায় তিন শতাধিক  মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়  ।

এ বিষয়ে  শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন,  লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো চেষ্টা করেছি নিজ এলাকার মানুষের পাশে দাড়াতে। আমি সব সময়ই এসকল অসহায় মানুষদের পাশে আছি এবং থাকবো ।

জানা গেছে, করোনাভাইরাসের প্রথম থেকেই সাধারন জনগনকে সচেতন করার লক্ষ্যে প্রায় ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ১০ হাজার মাস্ক, ৫০০ কেজি ব্লিচিং পাউডার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন শাহ ফয়েজ। পরবর্তীতে লকডাউনে গৃহবন্দী নাসিক ১৩ নং ওয়ার্ডের ৪ হাজার অসহায় মানুষের জন্য খাদ্য উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেন তিনি।  ইতিমধ্যেই প্রায় ২৫ শ পরিবারকে খাদ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিতে সক্ষম হয়েছেন তিনি। বাকি খাদ্য সামগ্রীগুলোও খুব দ্রুত বিতরণ করা হবে বলে জানান তিনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি ও নারায়ণগঞ্জ হাই স্কু‌লের গভ‌র্নিং ব‌ডির সদস‌্য ওহা‌দে সাদাৎ বাবু, গলা‌চিপা জা‌মেয়া গাউ‌ছিয়া সু‌ন্নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফ‌য়েজ ক‌বির হো‌সেন প্রমুখ ।

সর্বশেষ - লিড