নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি ও শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহ আলম গাজী টেনু। শনিবার (২৬ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি টেনু গাজী অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পক্ষে কাজ করায় এবং নির্বাচনের আগে শামীম ওসমানকে নিয়ে কুতুবপুরে উঠান বৈঠক করায় স্থানীয় বিএনপি জামাতের একটি চক্র এবং আওয়ামীলীগের একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন গন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমাদের ধারনা এসব কিছুর পেছনে শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশের ইন্ধন আছে।
টেনু গাজী আরো বলেন, আমার বিরুদ্ধে বিগত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জের কিছু সংবাদপত্রে বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। আমি নাকি আমার বন্ধু ও নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করি এবং মাদক বিক্রির সাথে জড়িত এবং শান্ত কুতুবপুর ইউনিয়নকে অশান্ত করার পিছনেও নাকি আমার অনেক ভূমিকা আছে। যা একেবারেই মিথ্যা ও বানোয়াট। কুতুবপুর ইউনিয়নটি কে বা কারা অশান্ত করে রেখেছে বা করছে অত্র ইউনিয়নের সাধারণ মানুষ, আইন প্রশাসন ও আপনারা ভালো ভাবেই জানেন । আমার প্রতিবেশী মো: তাহের পাগলা আন্ত: জেলা ট্রাক চালক ইউনিয়নের মেম্বার। বিগত কয়েকদিন আগে মো: তাহের মেম্বারের সাথে পাগলা শাখা ট্রাক চালক ইউনিয়নের মাসিক সভায় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যা নাকি তাহাদের সম্পূর্ণ নিজস্ব সাংগঠনিক ব্যাপার এবং সেই বিষয়ে তাহের মেম্বার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। কিন্তু নারায়ণগঞ্জের কয়েকটি সংবাদপত্রে এ বিষয়ে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আ: বারেক আকন, কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলাল, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু প্রমূখ।