নারায়ণগঞ্জের কন্ঠ:
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দেওভোগ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) আয়োজনে রথযাত্রার শুভ উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সার্কিট হাউজে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ অরিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু, কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এড.আলী আহম্মদ ভূঁইয়াসহ আইনজীবীরা। এসময় মন্ত্রী এড.দিপু ও পলাশের সাথে নানা বিষয়ে কথা বলেন।