নারায়ণগঞ্জের কন্ঠ : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের দিনটিকে ‘ভোটাধিকার হরণ’ দিবস হিসেবে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অপরদিকে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
কর্মসূচি পালনের এক পর্যায়ে পুলিশ এসে বাঁধা দেয় এবং বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে হ্যান্ড মাইক ও ব্যানার ফেস্টুন কেড়ে নিয়ে যায়। এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং আমাদের ব্যানার ফেস্টুন ও মাইক কেড়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় আসে জনগণের উপর চেপে বসেছে এই অবৈধ সরকার। এই সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এদেশের প্রধানমন্ত্রী সব। এদেশের মানুষ আবারও তাদের ভোটের অধিকার ফিরে পাবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য রিয়াদ মো. চৌধুরীর, রুহুল আমীন শিকদার, শাহ আলম হিরা, এড. গুলজার হোসেন, একরামুল কবির মামুন, জুয়েল আহমেদ, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি রহিম শরিফ মায়া, মহানগর মহিলা দলের আহবায়ক দিদার মাসুদ ময়না, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন রবিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, যুবদল নেতা আঃ খালেক টিপু, ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী প্রমুখ।