নারায়ণগঞ্জের কন্ঠ:
পঁচা মাছ, মাংস বিক্রি, অতিরিক্ত মূল্য আদায়ে ‘স্বপ্ন’ ডির্পাটমেন্টাল স্টোরকে ৫০ হাজার এবং কেক তৈরিতে নিম্ন মানের দ্রব্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি অপরাধে প্যারিস বাগেটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বনফুল এন্ড কোং কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, নুসরাত আর খানম ও শেখ মেজবাহুল হক সাবমেরিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার জানান, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষন করে দেখা যায় প্রতিষ্ঠানগুলো নিম্ন মানের পণ্য,পঁচা-বাসি খাবার, কেক তৈরীতে নিম্ন মানের পণ্যে ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করছে।
প্যারিস বাগেটে গিয়ে দেখা যায় তারা যে কেক তৈরী করছে তার যে উপাদান তা অত্যন্ত নিম্ন মানের এবং যার মেয়াদ এক বছর আগেই শেষ হয়ে গেছে। এছাড়া তাদের পণ্যের উৎপাদনের পরিবেশও অত্যন্ত নোংরা। এ সকল অপরাধে প্যারিস বাগেটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে স্বপ্নে গিয়ে দেখা যায় তিনদিন আগের পঁচা মাছ-মাংস বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এমনকি বাজারমূল্যেও তুলনায় তাদের মূল্যেও অনেক বেশি রাখা হচ্ছে। এ সকল অপরাধে স্বপ্ন ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার ও বিক্রির অপরাধে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসক রাব্বী মিয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।