নারায়ণগঞ্জের কন্ঠ :
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেয়া হচ্ছে। দেশকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে সরকার নানা যুগান্তকারী কার্যক্রম হাতে নিয়েছে। ২০২৫ সালের মধ্যে শতভাগ শিক্ষিত করার টার্গেট নিয়ে সরকার এগুচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। এর ফলে বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’
শনিবার (৯ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি ছেলে-মেয়ে শিক্ষিত হোক। তিনি দেশকে নিরক্ষরমুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিটি ছেলে-মেয়ে যাতে শিক্ষিত হয়, বিদ্যালয়ে যায় তার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য বিনামুল্যে পাঠ্যবই, উপবৃত্তি চালু, মিড ডে মিল চালু, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।’
তিনি আরও বলেন, ‘একমাত্র শিক্ষিত কোনো জনগোষ্ঠীই একটি দেশকে উন্নত করতে পারে। শিক্ষিত জনগোষ্ঠীর হাত ধরেই একটি জাতি এগিয়ে যায়। আর এজন্য আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।’
ভুলতা ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে দুটি বৃহৎ মেগা প্রকল্পের কাজ চলছে। এরমধ্যে আড়াইশো কোটি টাকা ব্যয়ে ভুলতা ফ্লাইওভার অপরটি একশো কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হচ্ছে। রূপগঞ্জে উন্নয়নের ছোঁয়ায় মাইলফলক ভুলতা ফ্লাইওভার। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভুলতা ফ্লাইওভার উদ্বোধন করবেন।
গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুল কামাল ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি রেখা আক্তার, সাধারণ সম্পাদক মাসুদা বেগম, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা আক্তার প্রমুখ।