নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, প্রয়াত আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার একজন উচু মানের নেতা ছিলেন। সে অতন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। পড়ালেখায় সারোয়ার প্রথম হতেন। যেমন পড়ালেখায় ভাল ছিলেন তেমনি রাজনীতিতেও ভাল ছিলেন।
শনিবার ( ৩ নভেম্বর ) বিকেলে উত্তর চাষাঢ়া জামে মসজিদে প্রয়াত আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের ৩য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক কারনে আমাদের অনেক লড়াই করতে হয়েছে। সারোয়ার সব সময় মানুষের জন্য কাজ করতেন। একজন ভাল মানুষ ছিলেন। বিশ্বস্ত মানুষ ছিলেন। সময় কিভাবে দ্রুত চলে যায়। সারোয়ার এই তো সেদিন মারা গেল। আজ ওর ৩য় মৃত্যৃ বার্ষিকী। আমাকে একদিন চলে যেতে হবে। আপনাদের কাছে আমার কোন কিছু চাওয়ার নেই।
তিনি আরো বলেন, এই চাষাঢ়ার মানুষ আমাদের জন্য অনেক করেছেন। আমাদের খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনারা সারোয়ারের জন্য দোয়া করবেন। সারোয়ারকে আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছোসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ উদ্দিন লাভলু, হিন্দু কল্যান ট্রাষ্টের সভাপতি পরিতোষ সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ন সম্পাদক উত্তম সাহা, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, চেম্বার অব কমার্স এর সভাপতি শেখ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহের চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, আরাফাত হােসেন জুম্মান, আরিফ হোসেন, আতাউর রহমান নান্নু, সাহরিয়ার রহমান বাপ্পী, সৈয়দ রনি, মামুন মোল্লা, সায়েক শহীদ রেজা, সায়েম শহীদ রেজা সহ অন্যান্যরা।
এসময় প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।