নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামার বাগ এলাকার একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশু জিসান (৯) ও রাজ্জাক (৩২) নিহত । এসময়ে শাকিব (১০) ও সাঈদা (৩৫) দুই জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে শাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল করেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এবং সাঈদাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় সোলাইমান ও সাঈদের তিন তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দ করে তিন তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরনের ঘটনা ঘটে। বিষ্ফোরণে চারজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জিসান ওই বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করছিলো।
সাইদের স্ত্রী আখি আক্তার জানান, বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন তাই রুমে কেউ ছিল না।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরনে দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে একটি শিশু জিসান হাসপাতালে আসার আগেই মারা গেছে। অপর আহত রাজ্জাক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
অপর শিশুর শাকিবের অবস্থা বিবেচনা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এবং মহিলাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাড়ির নীচতলার রুমের নিচে সেপটিক ট্যাংকে অতিরিক্ত গ্যাস জমে এ বিষ্ফোরণের ঘটনাটি ঘটে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।