নারায়ণগঞ্জের কন্ঠ : ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল হক দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেলের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদিরসহ নেতৃবৃন্দ।
রোববার ( ২৯ মে ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের নিয়ে ওসি রেজাউল হক দিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছাকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মজিবুর রহমান, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত (১৪ মে) নবাগত ওসি রেজাউল হক দিপু ফতুল্লা মডেল থানায় যোগদান করেন।