নারায়ণগঞ্জের কন্ঠ: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল বলেছেন, যে দল যখনই ক্ষমতায় থাকুক বা ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের অবশ্যই স্মরণ করতে হবে। কারন বঙ্গবন্ধু কারো একার নয়। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালি জাতির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওভোগ মার্কেট ব্যবসায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এক শোক সভা ও দোয়া মাহফিলে বুধবার (৯ আগস্ট) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর বিগত ৪৭ টি বছরে সবার উপলব্ধি যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছে৷ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে৷
দেওভোগ মার্কেট ব্যবসায়ী অলি গার্মেন্টসের স্বত্তাধিকারী অলি আহাদের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ মার্কেট মালিক সমিতির প্রধান উপদেষ্টা এ.কে.এম রফিকুল ইসলাম, দেওভোগ মার্কেট মালিক সমিতির সভাপতি আবু বক্কর নিলু ভূইয়া, লক্ষ্মীনারায়ণ কটন মিলসের ডাইরেক্টর ও আলিফ গার্মেন্টস হোসিয়ারীর স্বত্তাধিকারী তোফাজ্জল হোসেন মুকুল, দেওভোগ মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ বাবুল দেওয়ান।
আরো উপস্থিত ছিলেন দেওভোগ মার্কেট ব্যবসায়ী হাজ্বী ফারুক আহমেদ, এবায়েদুল হোসেন, মোঃ সুমন বেপারী, রমজান কাজী, আলী হোসেন, মোঃ আরাফাত, মোঃ মিজান মাদবর, হাজ্বী মোঃ সুমন, হাজ্বী নূর হোসেন, মোঃ উজ্জল, মোঃ রিয়াদ, মোঃ মোশারফ শিকদার, হাজ্বী মোঃ আরজু আহমেদ, মোঃ রুহুল আমিন প্রমুখ।